ভদন্ত প্রজ্ঞালোক স্থবির ইহলোক ত্যাগ করেছেন (অনিচ্চা বত সংখারা..)। তিনি ঢাকার আশুলিয়ায় অবস্থিত বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের আবাসিক ভিক্ষু হিসেবে ছিলেন। ভিক্ষু প্রজ্ঞালোক ভান্তে চন্দনাইশ থানার কানাইমাদারী জন্ম জাত সন্তান বলে জানা গেছে।
গত ১২ই মে, বুধবার আনুমানিক রাত ৯টা ২০ মিনিটের সময় নিজ বিহার থেকে শ্রদ্ধেয় ভান্তে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৯৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন বলে জানা যায়।
আজ ১৩ই মে, বৃহস্পতিবারর আশুলিয়া বেধিজ্ঞান ভাবনা কেন্দ্রে তার অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে জানা গেছে।