রত্নগর্ভা মাতা জ্যোৎস্নাময়ী বড়ুয়ার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন

সংঘ মাতা রত্নগর্ভা জ্যোৎস্নাময়ী বড়ুয়া  গতকাল সোমবার বিকাল ৩.৩০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ি থেকে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

আজ মঙ্গলবার বেলা ২ঘটিকার সময় খৈয়াকালী নিজ বাড়িতে তাঁর অন্তষ্টক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

জ্যোৎস্নাময়ী বড়ুয়া দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ বাংলাদেশ এর সভাপতি ভদন্ত উঃ পঞ্ঞা চক্ক মহাথরো ও বান্দরবান স্বর্ণ জাদী বিহারের অধ্যক্ষ ভদন্ত উ গুনবদ্ধনা পঞ্ঞা মহাথেরো ও বিশিষ্ট ব্যবসায়ী প্রজিৎ বড়ুয়ার মাতা। তিনি রাউজানস্হঃ খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের ভূমি দান করে বুদ্ধ শাসনের উত্তরাধিকার হওয়ার গৌরব অর্জণ করেছে। তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অনেক গুনগ্রাহী আত্মীয়-স্বজন, জ্ঞাতিবৃন্দ রেখে গেছেন।

জ্যোতিময় বড়ুয়া
ছবিঃ সংগৃহীত

জ্যোৎস্নাময়ী বড়ুয়ার মৃত্যুতে দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের কেন্দ্রীয়  কমিটি, চট্টগ্রাম অঞ্চল, ঢাকা অঞ্চল, কক্সবাজার অঞ্চল, খাগড়াছড়ি ও রাংগামাটি অঞ্চল গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বৌদ্ধ এই মহিয়সি নারী সর্বোচ্চ ডিগ্রীধারী দুই পুত্রকে শাসন সদ্ধর্মের জন্য দান করেন এবং বিহার ও ধর্মশালা প্রতিষ্ঠার জন্য ভূমি দান করে অনেক পুণ্যের অধিকারী হন।

খবর সংগ্রাহকঃ রক্তিম বড়ুয়া

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!